E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে ডাকাতি, আহত ২

২০২৫ এপ্রিল ৩০ ১৮:০৬:০৮
রাজৈরে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে ডাকাতি, আহত ২

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর রাজৈরের বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেজভাই আব্দুল আলিম ফকিরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ বুধবার ভোররাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী আব্দুল আলিম ফকির রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে এবং বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের মেজভাই। তিনি দ্বীর্ঘদিন ধরে ধান কেনা-বেচার ব্যবসা করে আসছেন।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের সিরাজ মোল্লার বাড়িতে ডাকাতদল প্রথমে ঢোকার চেষ্টা করে। সেখানে ব্যর্থ হয়ে মুখোশধারী ডাকাতরা পাশের ধান ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানের ভাই আব্দুল আলিম ফকিরের বসতঘরে ঢুকে। ১২/১৫ জনের মুখোশধারী ডাকাতদল প্রথমে গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। গৃহকর্তা আব্দুল আলিম ফকির ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেধে ফেলে।

এরপর ডাকতরা আলমারি ও ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৬ লাখ ৩০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসময় বাধা দিয়ে গৃহকর্তা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। পরে সবকিছু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ডাকতরা চলে গেলে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

খবর পেয়ে বুধবার (৩০ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে রাজৈর থানা পুলিশ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আব্দুল আলিম ফকির বলেন, বারান্দার গ্রিল কেটে ১০/১৫ জন মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করেন। আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যান। বাধা দিলে আমাদের দুইজনকে পিটিয়ে আহত করেছে।

আরেক আহত মনোয়ারা বেগম বলেন, আলমিরা ও ড্রয়ার ভেঙ্গে নগদ ৬ লাখ ৩০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। আমরা এই ঘটনার বিচার চাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ যাছাইবাছাই করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test