E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুটপাত দখলমুক্ত করে প্রশংসায় ভাসছেন ইনচার্জ কমর উদ্দীন

২০২৫ এপ্রিল ৩০ ১৯:০৩:২৮
ফুটপাত দখলমুক্ত করে প্রশংসায় ভাসছেন ইনচার্জ কমর উদ্দীন

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ সিটির বিভিন্ন ফুটপাত দখল করে ছিল হকার/পান বিক্রেতা/মাছ বিক্রেতা সহ বিভিন্ন রকমের মনোহারি ক্ষুদ্র ব্যাবসায়ী চাদাবাজ, কিছুদিন আগে হকারদেরকে ময়মনসিংহ জেলা প্রশাসন নিদিষ্ট একটা জায়গা দিয়ে ব্যাবসার সুযোগ করে দিয়েছিলেন।কিন্ত তাদের চাহিদা দিন দিন বৃদ্ধি পেয়ে পুনরায় শহরের অলিগলি রাস্তাঘাট সবই দখল করে নিয়েছিল। মানুষের হাটাচলার নুন্যতম জায়গা ছিল না। 

গতকাল মঙ্গলবার এই দূর্দশা লাঘবে হাত দিলেন ১ নং ফাড়ীর ইনচার্জ ইনেসপেক্টর মোহাম্মদ কমর উদ্দীন। জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিক নির্দেশনায় ১ নং ফাড়ী ইনচার্জ কমর উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে জনগণের দূর্দশা লাঘবে নেমে পড়েন রাস্তায়। শক্ত হাতে বিতাড়িত করে সকল ফুটপাটের হকার সহ অবৈধ দখলদারদের। জনগণের জন্য উন্মুক্ত করেন।

গাঙ্গীনারপাড় / ট্রাঙপট্টি/ আঠারবাড়ী বিল্ডিং/ দূর্গাবাড়ী রোড/ ষ্টেষন রোড সহ শহরের প্রায় সকল ফুটপাত। এতে শহরের প্রায় রাস্তা যানজট মুক্ত ও মানুষের চলাচলের জন্য সুবিধাজনক হবে।

এ ব্যাপারে বিভিন্ন মার্কেটের ব্যাবসায়ীরাও আনন্দিত। তারা বলেন, আমরা লক্ষ টাকার দোকান নিয়ে সরকারী ট্যাক্স দিয়ে এদের (হকারদের) জন্য ব্যাবসা করতে পারি না? সাধারণ জনগণের মাঝে একপ্রকার আনন্দ ও স্বস্তি লক্ষ করা গেছে, দীর্ঘদিন পরে রাস্তার ফুটপাত দখলমুক্ত হওয়ায় মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারায় ১ নং ফাড়ীর ইনচার্জ সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

ইনচার্জ যোগদানের পর ফাড়ী এলাকায় অবস্থিত পতিতালয় মাদক ব্যবসায়ীদের মাথায় হাত। যেখানেই মাদক সেখানেই ফাড়ীর পুলিশ।

এ ব্যাপারে ফাড়ী ইনচার্জ ইনেসপেক্টর মোহাম্মদ কমর উদ্দীন উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আমি এসেছি জনগণের সেবা দিতে। আমি জনতার টাকায় বেতন নেই, আমার দায়িত্ব পালনে আমি সার্বক্ষনিক প্রস্তুত। কারো রক্তচক্ষু আর হুমকি ধমকি আমার কাজের গতি রোধ করতে পারবে না।শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে তিনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন।

গতকাল মঙ্গলবার তিনি গাঙ্গিনাপার, দুর্গা বাড়ি রোড, ওল্ড পুলিশ ক্লাব রোড এই সমস্ত এলাকায় অবৈধ দখলদার ও ফুটপাত দখলকারকারীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সাধারণ জনগণ এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং এই উচ্ছেদ অভিযান যেন অব্যাহত থাকে এই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।

(এনআরকে/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test