E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশের জ্বালানি শক্তি নীতিমালা সংস্কার দাবিতে মানববন্ধন

২০২৫ এপ্রিল ৩০ ১৯:১৬:৫১
দেশের জ্বালানি শক্তি নীতিমালা সংস্কার দাবিতে মানববন্ধন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : দেশের নবায়নযোগ্য সবুজ জ্বালানি শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কার দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলোর কানাইনগরে পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এই মানববন্ধনের আয়োজনে করে।

মানববন্ধনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মো. নূর আলম শেখ, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের নেতা মো. হাছিব সরদার, ইয়ুথ লিডার মেহেদী হাসান, নারীনেত্রী অসীমা বিশ্বাস, স্বপ্না বিশ্বাস, নাগরিক নেতা অমিও সরদার প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, নবায়নযোগ্য সবুজ জ্বালানি শক্তির প্রকল্প দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র স্থাপন, স্মার্ট গ্রিড প্রযুক্তি ও নেট এনার্জি মিটারিং বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিড আধুনিকীকরণ করতে হবে। বিদ্যুৎ খাতের বাজেটের বাজেটের ২০ নবায়নযোগ্য শক্তির জন্য বরাদ্দ করা ও দেশীয় ব্যাংকগুলোর জ্বালানি খাতের অর্থায়নের কমপক্ষে ২৫ ভাগ নবায়নযোগ্য প্রকল্পের জন্য নির্ধারণ করে সবুজ জ্বালানি শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কার করতে হবে।

(এস/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test