E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরের শিল্প নগরী কানাইপুরে মহান মে দিবস পালিত

২০২৫ মে ০১ ১৫:০৭:১০
ফরিদপুরের শিল্প নগরী কানাইপুরে মহান মে দিবস পালিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের শিল্প নগরী কানাইপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের বর্ণিল আয়োজনে মে দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদরের কানাইপুরের বিসিক শিল্প নগরীর শ্রমিক, বিভিন্ন কল কারখানার শ্রমিক, নির্মাণ শ্রমিক, গার্মেস শ্রমিক, ইটভাটা শ্রমিক ও যানবাহন শ্রমিকসহ বেশ কিছু রাজনৈতিক ও অরাজনৈতিক শ্রমিক সংগঠনকে পৃথক পৃথকভাবে মে দিবসের নানান কর্মসূচি পালন করতে দেখা গেছে। যার মধ্যে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ মোটর শোভাযাত্রা প্রভৃতি উল্লেখযোগ্য।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ মে) সকাল নয়টার দিকে ফরিদপুর জুট ফাইবার্স শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি র‍্যালি কানাইপুরের 'ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড' এর সামনে থেকে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হাইওয়ে থানার নিকটবর্তী স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ফরিদপুর জুট ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সাগর সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল কানাইপুর আঞ্চলিক শাখার সাবেক সভাপতি মো. ইসরাইল মোল্লা। ওই সমাবেশে প্রধান অথিতির বক্তৃতাকালে ইসরাইল মোল্লা শিশুশ্রম বন্ধ করতে এবং শ্রমিক অধিকার নিশ্চিতে দেশের সরকার, কল-কারখানা মালিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এছাড়া, সকাল সড়ে নয়টার দিকে কানাইপুর হলপট্টির করিম জুট মিলের নিকটবর্তী ট্রাকস্ট্যান্ড ও কাঠপট্টির সামনে থেকে ফরিদপুর নির্মাণ শ্রমিক ইউনিয়ন কানাইপুর আঞ্চলিক শাখার সাবেক সভাপতি মো. হাতেম গাজী ও সাবেক সাধারণ সম্পাদক শোয়াইব ইসলাম বাপ্পীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা শুরু হয়, যা ফরিদপুর শহরে গিয়ে শেষ হয়। ওই মোটর শোভাযাত্রায় ব্যান্ডপার্টি, বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে-কার্ড হাতে ও মাথায় লাল কাপড় বেঁধে শ্রমিকেরা অংশ গ্রহণ করে।

উল্লেখ করা যেতে পারে, মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য বিষয় ধরা হয়েছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।’

(আরআর/এএস/মে ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test