E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় দুই গ্রুপের হামলা সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ২

২০২৫ মে ০১ ১৭:৫৬:৩৮
আগৈলঝাড়ায় দুই গ্রুপের হামলা সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ২

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় দুই গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৫ জনকে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করেছে। 

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নে মিশ্রীপাড়া এলাকায় আধিপাত্য বিস্তারের জন্য স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে থানায় দায়ের করা এজাহারে জানা গেছে মঙ্গবার বারপাইকা এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে বিশৃংখলা করায় তার প্রতিবাদ করার জের ধরে এই হামলা চালানো হয়েছে।

সূত্র মতে, আধিপাত্য বিস্তারের পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে রতœপুর ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ন-আহবায়ক মনিরুল ইসলাম ওরফে ইসমাইল সমর্থকেরা ওই দিন দুপুরে মিশ্রীপাড়া বাজারে চায়ের দোকানে চা পানের সময়ে ৮নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক জালাল সরদারের সমর্থকরা তাদের ধাওয়া করে।

এ সময় মনিরুলের সমর্থকরা মিশ্রীপাড়া বাজারে একটি দোকানে আশ্রয় নিলে জালাল সরদারের সমর্থকরা সেখানে হামলা চালিয়ে ক্যাাশ বা´ থেকে ১লাখ ৬৬হাজার টাকা ছিনিয়ে নেয় ও ভাংচুর চালায়।

হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মিঠু হাওলাদার (৩৮), হিরু হাওলাদার (২৪), শওকত হাওলাদার (৩৫), জুয়েল হাওলাদারকে (৩০) গুরুতর আহত করে।
অন্যদিকে প্রতিপক্ষর হামলায় জালাল সরদারের সমর্থক জুয়েল সরদার (২৩), সোহান সরদার (২১), মামুন ফকির (২০) ও তুষার সরদার (২২) আহত হন।

এদের মধ্যে হিরন হাওলাদার (২৩), শওকত হাওলাদার (৩০) ও আলতাফ হাওলাদারকে (৫৮) গুরুতর আহতাবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের আগৈলঝাড়া ও একজনকে গৌরনদী উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উপর পুনরায় হামলা চালাতে গেলে ঘটনা পুলিশকে অবহিত করলে পুলিশ জালালের গ্রুপের প্রধান অভিযুক্ত সাকিব সরদার (২২) এবং সজীব সরদারকে (২২) হাসপাতালে সামনে থেকে উদিস বিকেলে থেকে আটক করে।

এ ঘটনায় মনিরুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের না উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫/১৬ জনকে আসামী করে বুধবার থানায় মামলা দায়ের করেন, নং-১৫। ওই মামলায় আটক সাকিব ও সজিবকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরন করেচৈ।

(টিবি/এসপি/মে ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test