E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার

২০২৫ মে ০২ ০০:২৬:০৪
শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার

একে আজাদ, রাজবাড়ি : রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. ফরিদ আলী মোল্লা (৪২) ও সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা (৫৮)।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টিঅ্যান্ডটি এলাকায় জমায়েত হন।
তারা সেখানে মিছিল করতে থাকেন।সে সময় এজাহারনামীয় ৪৪ জন আসামিসহ শতাধিক অজ্ঞাতনামা আসামি আগ্নেয়াস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলভার, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার পাইপ, এসএস পাইপ, রড নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমণ করে। তারা এলোপাতাড়ি লাঠিপেটা ও ককটেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ শুরু করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সাধারণ জখমসহ গুরুতর জখম করে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান,গত বছরের ২৬ আগষ্ট রাজবাড়ী সদর থাকায় শিক্ষার্থীদের দায়ের করা মামলায় তারা দুইজন তদন্ত নামীয় আসামী।গত কাল বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

(একে/এএস/মে ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test