E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

২০২৫ মে ০২ ০০:৩০:১৭
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দিনব্যাপী  ভিন্ন ভিন্ন ব্যানারে শোভাযাত্রা, আলোচনা ও সমাবেশ করেছে জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন।

সকালে শহরের ফৌজদারি মোড় থেকে যৌথভাবে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

দিবসটি উপলক্ষে শহরের ডিসি পার্কের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে জামালপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।

জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাদিকুর রহমান হিরা প্রমুখ। শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে জেলা শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ট্রাক, ট্যাংকলড়ী,কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং ঢাকা-৩৬৪০ এর সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম কেরামতের নেতৃত্বে শহরের ছনকান্দা ফেরিঘাট প্রধান কার্যালয়ে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের দয়াময়ী মোড় ও গেটপাড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা ডা. ইউনুস আহমদ, সাধারণ সম্পাদক মওলানা সুলতান মাহমুদ সিরাজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মওলানা আনোয়ার হোসেন আরিফ, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল হক, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি মওলানা মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হামিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সাবেক সভাপতি হাফেজ লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক হেকিম শাহ আলম, ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা মশিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যােগে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আরজু মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি মো. আব্দুল্লাহ প্রমুখ। শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী দালান নির্মাণ শ্রমিক দলের উদ্যােগে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রাটিতে জাতীয়তাবাদী দালান নির্মাণ শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন আহবায়ক মো. রনজু খান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুস্তানের নেতৃত্বে গেইটপাড় প্রধান কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় হোটেল শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে এম শুভ পাঠানের নেতৃত্বে শহরে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের লম্বা গাছ এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়ি মা মিষ্টান্ন ভাণ্ডারের গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৯ নং ওয়ার্ড শাখা ও সহযোগী সংগঠনের ব্যানারে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর পাদুকা দোকান কর্মচারী সমিতির নেতৃবৃন্দের ব্যানারে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পাদুকা দোকান কর্মচারী সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-১৬৪৭, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত জেলা কমিটির ব্যানারে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং ঢাকা-৩৯৬০ এর অন্তর্ভুক্ত ৬ নং ওয়ার্ড দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখার ব্যানারে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জামালপুর সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন রেজি: নং ঢাকা-৫২৯০ এর ব্যানারে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/মে ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test