E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এনপিসিবিএলের সাথেই হচ্ছে রূপপুর নিউক্লিয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি

২০২৫ মে ০২ ১৮:৩১:৪৭
এনপিসিবিএলের সাথেই হচ্ছে রূপপুর নিউক্লিয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি

ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ক্রয়ের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিউকিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর সাথে পিপিএ স্বাক্ষরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহন করেছে। মন্ত্রণালয় এক পত্রে এই সিদ্ধান্তের বিষয়টি সম্প্রতি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে জানিয়েছে।

এদিকে পিপিএ স্বাক্ষরে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও রূপপুর এনপিপি’র প্রকল্প পরিচালক ড. মো.জাহেদুল হাসানের সাহসী এবং অবিচল প্রচেষ্টা ছিল বলে প্রকল্পে কর্মরত কর্মকর্তারা জানিয়েছেন।

রূপপুর সাইট অফিসে আজ শুক্রবার এ উপলক্ষে ধন্যবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এনপিসিবিএল এর ম্যানেজিং ডিরেক্টর ও রূপপুর নিউকিয়ার পাওয়ার প্লান্ট প্রকলের পিডি ড. মো. জাহেদুল হাসান।

চিফ ইঞ্জিনিয়ার মো. হাসমত আলী, পিপিএস-এর চিফ এস এম মাহমুদ আরাফাত, প্রকল্পে কর্মরত সকল ম্যানেজার, ডেপুটি ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় কেক কেটে এবং ড. জাহেদুল হাসানকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

সভায় চিফ ইঞ্জিনিয়ার হাসমত আলী এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও রূপপুর এনপিপি’র প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান দায়িত্ব নেয়ার পর থেকে প্রজেক্টের গতি বৃদ্ধি, শতভাগ কোয়ালিটি নিশ্চিতকরণ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রজেক্টকে এগিয়ে নেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ডিজাইন টিম, কোয়ালিটি টিম, কমিশনিং টিমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ টিমগুলোকে পুনর্বিন্যাস করে এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে কার্যক্রম ট্র্যাকিং ও বিতরণের মাধ্যমে রাশিয়ান পার্টনারদের সাথে সফলভাবে কমিশনিং টেস্ট সম্পন্ন করায় তাঁর নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

সভায় ড. জাহেদুল হাসান বলেন, সম্প্রতি রূপপুর প্লান্টের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) নিয়ে কিছু ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। এনপিসিবিএলের সাথেই বিদ্যুৎ ক্রয় চুক্তি করা হবে। তিনি এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে এই যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ২০১৫ সালের ‘নিউক্লিয়ার অ্যাক্ট’-এর মাধ্যমে এনপিসিবিএল প্রতিষ্ঠিত হয়। যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রজেক্ট শেষে সকল অ্যাসেট এবং দায়-দায়িত্ব এনপিসিবিএলের কাছে হস্তান্তর করা হবে। এনপিসিবিএল একটি অপারেটিং অর্গানাইজেশন হওয়ায় এলএনডিসি ম্যানেজমেন্ট থেকে শুরু করে অপারেশন, রণাবেণ এবং রেডিওএক্টিভ ওয়েষ্ট ম্যানেজমেন্টসহ সকল দায়িত্ব এনপিসিবিএলের অধীন। ফলে, বিদ্যুৎ ক্রয় চুক্তিও এনপিসিবিএলের সাথেই হওয়া যুক্তিযুক্ত।

পিপিএস-এর চিফ মাহমুদ আরাফাত এনপিসিবিএল ম্যানেজমেন্টকে সংশ্লিষ্ট দায়িত্ব পালনে আরও শক্তিশালী হওয়ার আহব্বাান জানিয়ে সভা শেষ করেন।

(এসকেকে/এসপি/মে ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test