E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আইজিপি ব্যাজে’ ভূষিত গোয়ালন্দ ঘাট থানার ওসি উত্তম ঘোষ

২০২৫ মে ০২ ১৮:৪০:৪৪
‘আইজিপি ব্যাজে’ ভূষিত গোয়ালন্দ ঘাট থানার ওসি উত্তম ঘোষ

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ ‘আইজিপি ব্যাজ’ অর্জন করেছেন। দৃষ্টান্তমূলক সেবা ও পেশাদারিত্বের জন্য তাকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই ব্যাজ তার হাতে তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম।

স্থানীয়রা জানায়, উত্তম কুমার ঘোষ একজন সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে ইতিমধ্যেই এলাকায় পরিচিত। তার মানবিক আচরণ এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের দক্ষতা জনগণের আস্থা অর্জনে ভূমিকা রেখেছে। আইজিপি ব্যাজ প্রাপ্তির মধ্য দিয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন,ভবিষ্যতেও উত্তম ঘোষের মতো কর্মকর্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অব্যাহতভাবে কাজ করে যাবেন।

উত্তম কুমার ঘোষ জানান, এই সম্মাননা পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি বলেন, এমন একটি অর্জন আমার জন্য শুধু ব্যক্তিগত গৌরব নয়,গোয়ালন্দ ঘাট থানার জন্যও সম্মানের।

(একে/এসপি/মে ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test