E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে লাভী শ্রেষ্ঠ সিবলী ও মার বিজয়ী উপ-গুপ্ত অর্হত বুদ্ধমূর্তি উৎসর্গ

২০২৫ মে ০৩ ১৪:৩৮:০৪
ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে লাভী শ্রেষ্ঠ সিবলী ও মার বিজয়ী উপ-গুপ্ত অর্হত বুদ্ধমূর্তি উৎসর্গ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে নিজেদের খরচে তৈরি করা  নবনির্মিত লাভী শ্রেষ্ঠ সিবলী অর্হত ও মার বিজয়ী উপ-গুপ্ত অর্হত বুদ্ধমূর্তি উৎসর্গ করেন এলাকাবাসী।

শুক্রবার (২ মে) সাপছড়ি বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা আয়োজনে সকালে ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ফিতা কেটে নবনির্মিত লাভী শ্রেষ্ঠ সিবলী অর্হত ও মার বিজয়ী উপ-গুপ্ত অর্হত বুদ্ধমূর্তি উৎসর্গের উদ্বোধন করেন, নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

সাপছড়ি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ক্ষেমানন্দ ভিক্ষু'র সঞ্চালনায় মহাজন পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: ক্ষেমিন্দা মহাথেরো' সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক অজিত কুমার তনচংগ্যা।

আরও উপস্থিত ছিলেন,ফাংকৃত ভান্তে ধর্মগধা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,ছোট পাগলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, তম্বুপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বিহার পরিচালনা কমিটির সভাপতি শান্তি পদ কার্বারী, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল কুমার তনচংগ্যা, শিক্ষক উমা চাকমা প্রমুখ।

এসময় বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরুদানসহ নানাবিধ দান করা হয়।

এ সময় আগুনিয়া ছড়া,খুক্কাছড়ি, ডেঁকিকাঁটাছড়া, কাঁঠালতলী পাড়া,হাতিমারা পাড়া,ত্রিপুরাছড়ি,সাপছড়ি এলাকার দায়ক-দায়িকারা উপস্থিত হয়ে এ অনুষ্ঠান সম্পাদন করেন।

বুদ্ধমূর্তিটি তৈরির কাজে সবসময় পাশে থাকা সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক অজিত কুমার তনচংগ্যা বলেন,নিজেদের উদ্যোগে ৪ লাখ টাকা ব্যয়ে লাভী শ্রেষ্ঠ সিবলী অর্হত ও মার বিজয়ী উপ-গুপ্ত অর্হত বুদ্ধমূর্তি বানিয়েছি। আজ মে মাসে দ্বিতীয় দিনে মূর্তিটি উৎসর্গ করছি এবং জগতের সব মানুষের শান্তি কামনায় প্রার্থনা করছি।

এ সময় বর্তমান বিহার কমিটির মেয়াদ শেষ হবার কারণে, বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

(ওএস/এএস/মে ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test