E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তামাকজাত পণ্যের মূল্য, কর বৃদ্ধি ও তামাক নিয়ন্ত্রণ নীতিমালা সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

২০২৫ মে ০৩ ১৮:২১:৪৬
তামাকজাত পণ্যের মূল্য, কর বৃদ্ধি ও তামাক নিয়ন্ত্রণ নীতিমালা সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সকল প্রকার তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ নীতিমালার সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, তামাক বিরোধী কর্মী ও শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডা. শিলভানা আক্তার,রুবিনা আক্তার, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহালম মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম ও শুশীল সমাজের প্রতিনিধি নুর আলম পলাশ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তামাকের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সরকারের উচিত সকল তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে এর ব্যবহার নিরুৎসাহিত করা এবং কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করা।

তারা আরও বলেন, বর্তমান তামাক করনীতি তামাক কোম্পানিগুলোর পক্ষে সহায়ক, যা জনস্বাস্থ্যকে অবহেলা করে। তাই বাজেটে তামাকজাত পণ্যের উপর নির্ভরযোগ্য কর বৃদ্ধির ব্যবস্থা রাখা জরুরী।

(এসএম/এসপি/মে ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test