E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নোয়াখালীতে বিএনপির ট্যাগ লাগিয়ে আ.লীগ নেত্রীর জমি দখলের অভিযোগ

২০২৫ মে ০৩ ১৯:০১:৩৩
নোয়াখালীতে বিএনপির ট্যাগ লাগিয়ে আ.লীগ নেত্রীর জমি দখলের অভিযোগ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে পতিত আওয়ামী লীগের সক্রিয় কর্মীরা নিজেদের বিএনপি সমর্থক দাবি করে গভীর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য আলেয়া বেগমের জমি দখল করে নেওয়ার অভিযোগ ওঠেছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার খাসের হাট রাস্তার মাথায় জমি দখলের এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমার মালেকীয় ও দখলীয় ১ একর ৫৬ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তারা করছে স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ ফরিদ উদ্দিন ও তার সঙ্গীরা। গত ৫ আগস্টের পর তারা নিজেদেরকে বিএনপি সমর্থক দাবি করে আমার জমি দখলের চেষ্টা করে। শুক্রবার রাতের আঁধারে শেখ ফরিদ ৩ থেকে সাড়ে ৩ শতাধিক সন্ত্রাসী ভাড়া করে ভেকু মেশিন দিয়ে আমার জমির মাটি কেটে দখল করে নেয়। এই নিয়ে আদালতে দুটি মামলা চলমান রয়েছে।

তিনি আরো বলেন, খবর পেয়ে আমি ৪জন আত্মীয় মহিলা নিয়ে ঘটনাস্থলে গিলে সন্ত্রাসীরা অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করলে আমরা নিরাপদে সরে গিয়ে আশ্রয় নিই। কিন্তু এসময় আমাদের সঙ্গে থাকা ফাতেমা আক্তার নামে এক আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি। পরে আমি ৯৯৯ এ ফোন করলে তারা চরজব্বর থানার পুলিশের নাম্বার দিয়ে যোগাযোগ করতে বললে পুলিশকে একাধিক বার কল করলেও আজ দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোন পুলিশ আসেনি। আমরা দখদারদের উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত আওয়ামী লীগ কর্মি ফরিদ ওরপে তেল ফরিদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তার কোন কাগজপত্র নাই, এটা আমার জায়গা আমি কাজ করতেছি।

তবে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে গিয়ে অভিযোগকারী কাউকে ঘটনাস্থলে পায়নি এবং আজ দুপুর পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/মে ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test