E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড

২০২৫ মে ০৩ ১৯:৪৯:৩০
হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সরকারি আদেশ অমান্য করে হাসপাতাল চত্বরে দালালচক্র সক্রিয় থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাববর হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, দুই ব্যক্তি হাসপাতাল এলাকায় অবৈধভাবে দালালি করছিলেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- মোঃ মঞ্জু (৫৫) ও মোঃ মাসুদ হাওলাদার (৪২)। তাদের দু’জনকে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৮ ধারায় মোবাইল কোর্টে তাদের উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, এই অভিযান নিয়মিতভাবে চলবে এবং হাসপাতাল চত্বরে কোনো ধরনের দালালি বা প্রতারণামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

(এস/এসপি/মে ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test