E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে জ্বালানী উপদেষ্টা

২০২৫ মে ০৩ ১৯:৫৭:২৫
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে জ্বালানী উপদেষ্টা

ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে অন্তর্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রকল্প এবং প্রকল্প সংশ্লিষ্ঠদের সকল পর্যায়ের কাজ  জরুরী ভিত্তিতে শেষ করে গ্রীডলাইনে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন।

এসময় তিনি বলেন,‘আমরা শুধু চাই চাই করি। কিন্তু দেশকে কি দিলাম, কর্মরত প্রতিষ্ঠানের জন্য কতটুকু কাজ করলাম কি এর কোন হিসাব করি না।’ এসময় তিনি দুর্নীতিমুক্ত এবং দোষ-ক্রুটিমুক্ত দেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

শনিবার (৩ মে) মুহাম্মদ ফাওজুল কবির খান নির্মাণাধীন ঈশ্বরদীর রুপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা এবং টাওয়ারসহ গ্রীড লাইনের সকল কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সড়ক বিভাগ, রেলওয়ে, পিজিসিবি, বিটিসিএল, রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান এতমষ্ট্রয় এক্সপোর্ট এবং গ্রীডলাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানসহ প্রকল্পের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন। সভায় পিছিয়ে পড়া গ্রীডলাইনের কাজ দ্রুত শেষ করা নির্দেশনা দেওয়া হয়। জ্বালানী উপদেষ্টা এসময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ক্রয়ের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিউকিয়ার পাওয়ার প্লাান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর সাথে পিপিএ স্বাক্ষরের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্তের কথা পূর্ণব্যক্ত করেন। বৈঠকে গ্রীডলাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ হতে আগামী ৩০ মে এর মধ্যে গ্রীড লাইনের সকল কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্বে) ড. মো. কামরুল হুদা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশীদ খান, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ম্যানেজিং ডিরেক্টর ও রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট প্রকলের পিডি ড. মো. জাহেদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/মে ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test