E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খাল কাটার কর্মসূচিতে ফেরার আহ্বান এবি পার্টির

২০২৫ মে ০৩ ২০:১২:৪১
খাল কাটার কর্মসূচিতে ফেরার আহ্বান এবি পার্টির

যশোর প্রতিনিধি : দেশের মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম। তিনি নদীর নাব্যতা রক্ষায় জিয়াউর রহমানের খাল কাটার কর্মসূচিতে ফিরে আসার আহবান জানান।

আজ শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দিদারুল আলম বলেন, রাষ্ট্রীয় কাঠামোকে সঠিক পর্যায়ে নিতে হলে সবাইকে একমত হতে হবে। অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত না হলে সামাজিক কোনো সমস্যার সমাধান করা যায় না।
দেশের নদীগুলোর নাব্যতা রক্ষায় জিয়াউর রহমানের খাল কাটার কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন, দেশে ১ হাজার ২৯৪টি নদী রয়েছে। এর মধ্যে ৫৪টি নদী ভারতের সঙ্গে সংযুক্ত। ভারত তাদের ইচ্ছামতো নদীগুলো ব্যবহার করছে। বর্ষায় পানির প্রবাহ বাড়লে ছেড়ে দেয়, আর খরার সময় বন্ধ করে দেয়। এতে আমাদের দেশের মানুষ বন্যা ও খরায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দশক ধরে বিগত সরকারগুলো এই সমস্যার কোনো সমাধান করেনি। ফলে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে দিন কাটাচ্ছে। এবি পার্টি এই সমস্যার সমাধানে অগ্রাধিকার দিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে যোগাযোগ রাখছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান তিনি।

এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা আহ্বায়ক অধ্যক্ষ ইয়ামিনুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মাহমুদ হাসান, খুলনা জেলা শাখার আহ্বায়ক গাজী সাইফুদ্দিন, এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাদিউজ্জামান খোকন এবং কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ কুরবান আলী।

সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির নেতা ইলিয়াস হোসেন, আব্দুল্লাহিল কাফি, মনোয়ার হোসেন সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

(এসএ/এসপি/মে ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test