E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি দাউদ, সাধারণ সম্পাদক বাবু

২০২৫ মে ০৪ ১৪:২১:৪৫
পঞ্চগড় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি দাউদ, সাধারণ সম্পাদক বাবু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ব্যাপক আনন্দ, উদ্দীপনা  ও উৎসবমুখর পরিবেশে দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন।

গত ৩ মে ১২টায় এই সম্মেলন পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলার ১০টি ইউনিয়নের ৭১০ জন ডেলিগেট (ভোটার/কাউন্সিলর) ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এতে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আবু দাউদ প্রধান। সাধারণ সম্পাদক পদে রায় পেয়েছেন মোঃ মাহফুজুর রহমান বাবু। সাংগঠনিক সম্পাদক হিসেবে যথাক্রমে নির্বাচিত হয়েছেন মোঃ আওরঙ্গজেব ও মোঃ রবিউল ইসলাম।

সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট খয়রুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক সাদেকুর ইসলাম।অধিবেশনে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন। সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

(এআর/এএস/মে ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test