E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

২০২৫ মে ০৪ ১৭:৪২:০৮
সোনাতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু'জন আহত। গতকাল শনিবার বিকেল পাঁচটায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

থানার এসআই শামীম ও স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কার ও একটি মালবাহী ভটভটি বালুয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছোট বালুয়া কারিগর পাড়ার মাঝখানে পৌঁছিলে কার গাড়িটি ভটভটিকে পাশ কাটিয়ে যাবার সময় ভটভটির ধাক্কায় প্রাইভেট কার রাস্তার পূর্ব পাশে ধানের জমিতে ছিটকে পড়ে। অপরদিকে ভটভটি রাস্তার পশ্চিম পার্শ্বে নিয়ন্ত্রন হারালে ভটভটির নিচে পড়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কলাকাটা গ্ৰামের আবুল হোসেনের ছেলে আজাদ হোসেন (৬০) নামের একজন আরহী ঘটনাস্থলেই মারা যায়। ভটভটির চালক বড় বালুয়া গ্ৰামের তোফাজ্জল এর ভাগ্নে আসাদুল ইসলাম (৩৫) গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় জনতা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে।

অপরদিকে একই দিন বিকেল ৬টায় খানপাড়া সংলগ্ন একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে মটরসাইকেল চালক গুরুতর আহত হয়। প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চালক মারুফ হোসেন (২০) সুজাইতপুর গ্ৰামের মুক্তার হোসেনের ছেলে।

সোনাতলা থানার এসআই শামীম জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রাইভেট কার ও ভটভটির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, আমরা পৌছার আগেই ঘটনাস্থল থেকে ভটভটি ও ডেড বডি নিহতের আত্নীয়রা নিয়ে গেছে। আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি গোবিন্দগঞ্জ উপজেলার কলাকাটা গ্ৰামের। পরে নিহতের স্বজনরা থানায় এসে লিখিত ভাবে জানিয়েছেন এ বিষয়ে তারা আইনগত পদক্ষেপ নিবে না।

(বিএস/এসপি/মে ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test