E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ব্রিকস নিউক্লিয়ার প্ল্যাটফর্মের’ প্রথম বিশেষজ্ঞ প্যানেল সভা অনুষ্ঠিত

২০২৫ মে ০৪ ১৮:০৬:৩৬
‘ব্রিকস নিউক্লিয়ার প্ল্যাটফর্মের’ প্রথম বিশেষজ্ঞ প্যানেল সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রতিনিধি : ব্রিকস নিউক্লিয়ার প্ল্যাটফর্মের অধীনে আয়োজিত প্রথম বিশেষজ্ঞ প্যানেল সভায় ভারসাম্যপূর্ণ উন্নয়ন এবং এনার্জী নিরাপত্তা বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতার বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। চীনে অনুষ্ঠিত এই সভায় পারমাণবিক শক্তি উৎসগুলোর দক্ষ ব্যবহার, বিশ্বে এই শিল্পের বর্তমান প্রবনতা ও সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত ব্যাক্ত করেন। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বেইজ লোডের জন্য পরিচ্ছন্ন বিদ্যুতের উৎস হিসেবে পরমাণু শক্তি এবং শক্তি বহির্ভুত অন্যান্য ক্ষেত্রে পরমাণু প্রযুক্তির ব্যবহারে কর্পোরেট পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি এই ব্রিকস নিউক্লিয়ার প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য।

‘পরমাণু শক্তির উন্নয়নকে প্রভাবিতকারী বিভিন্ন বিষয়’ শীর্ষক প্যানেল আলোচনায় ব্রিকস সদস্য ও পার্টনার দেশসমূহে সরকারী এজেন্সী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ছাড়াও আসিয়ান সেন্টার ফর এনার্জী এবং ওয়ার্ল্ড নিউক্লিয়ার এসোসিয়েশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরমাণু শিল্পে নবাগত দেশগুলোর প্রতিনিধিগুলোর জন্য পরিবেশ ও সামাজিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় এনার্জী খাতে এবং নন-এনার্জী খাতে পরমাণু প্রযুক্তি ব্যবহারের উত্তম চর্চাগুলো সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ ছিল এই সেশনটি।

চীনের SNURDC এর ইউরেনিয়াম রিসোর্সেস বিভাগের উপ-পরিচালক চেন জিন এর মতে, “নিউক্লিয়ার শিল্পে তরুণ বিশেষজ্ঞদের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারকারী দেশগুলোর অভিজ্ঞতা সম্পর্কে জানাটা জরুরী। বর্তমান সেশনটি ব্রিকস অন্তর্ভূক্ত বিভিন্ন পরমাণু সংস্থার প্রতিনিধিদের মধ্যে পারষ্পরিক আলোচনার সুযোগ সৃষ্টি করেছে যা, ভবিষ্যতে যৌথ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সহায়ক হবে”।

এই সেশনের মাধ্যমে আবারও নিশ্চিত হলো যে, ব্রিকস অন্তর্ভূক্ত সংস্থার পার্টনারগুলোর মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা এখনো বাস্তবায়িত করা সম্ভব হয় নি।

পরবর্তী সেশনটি ২১ মে ২০২৫ ব্রাজিলে অনুষ্ঠিতব্য নিউক্লিয়ার ট্রেড এন্ড টেকনোলজি এক্সচেঞ্জ প্রদর্শনী ও সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

(এসকেকে/এসপি/মে ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test