E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে মাছের উৎপাদন বৃদ্ধিতে অবহিতকরণ সভা

২০২৫ মে ০৪ ১৮:৫৬:২৬
বাগেরহাটে মাছের উৎপাদন বৃদ্ধিতে অবহিতকরণ সভা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সরকারি মৎস্য খামারে সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে বাগেরহাটে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োাজনে চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৬০ জন চাষি, হ্যাচারি মালিক, ও উদ্যোক্তারা অংশগ্রহণ করে। এ সময় চাষিরা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সরকারিভাবে চিংড়িসহ সব মাছের রেনু পোনা উৎপাদন করে চাষিদের কাছে পৌঁছানোর দাবি জানানো হয়।

মৎস্য কর্মকর্তারা বলছেন, বছরের পর বছর ধরে বাগেরহাটের প্রায় অর্ধশত গলদা চিংড়ির হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার চিংড়ি চাষি বিপাকে পড়েছেন। এ কারণে কাঙ্খিত পোনা না পাওযায় চাষিরা সর্বস্বান্ত হওয়ার পথে। ঘেরে মোটা অংকের টাকা খরচ করেও ভালো মানের পোনা না পাওয়ায় চিংড়ি উৎপাদন কমে গেছে বলে দাবি করেছে চাষিরা। এই প্রোটিনের মাত্রা ৩০ শতাংশের উপরে হওয়া দরকার। সুতরাং খাবারের মান ভালো না হওয়ায় চিংড়ি বাড়ন্ত ও কমে যায়। এ ব্যাপারে সবাই এবং কোম্পানিতে মনিটরিং করার দাবি জানানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, বাগেরহাটের সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, খুলনার সিনিয়র সহকারী পরিচালক রাজকুমার বিশ্বাস প্রমুখ।

(এস/এসপি/মে ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test