E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মার দুই কাতলের দাম ৮৯ হাজার টাকা 

২০২৫ মে ০৪ ১৯:১৫:৩৬
পদ্মার দুই কাতলের দাম ৮৯ হাজার টাকা 

একে আজাদ, রাজবাড়ী : পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো সাড়ে ৩২ কেজি ও ২৫ কেজি ওজনের দুটি বিশাল কাতল মাছ। আজ রবিবার ভোরে আলেক চাঁন হালদারের জালে সাড়ে ৩২ কেজি ওজনের একটি এবং মোমিন হালদারের জালে ২৫ কেজি ওজনের অপর একটি কাতল মাছ ধরা পড়ে।

মাছ দু’টি সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে সাড়ে ৩২ কেজির ওজনের মাছটি প্রতি কেজি ১৬'শ টাকা দরে ৫২ হাজার এবং ২৫ কেজি ওজনের মাছটি ১৫'শ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০'শ টাকা দিয়ে কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছ দুটি কিনে এনে ঢাকার দুই ব্যবসায়ীর নিকট প্রতি কেজিতে ১০০'শ লাভে বিক্রি করেছি। সাড়ে ৩২ কেজির মাছটি ৫৫ হাজার ২৫০ টাকা ও ২৫ কেজির মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করে ক্রেতাদের ঠিকানায় বিশেষ ব্যবস্থায় পাঠিয়েও দিয়েছি। তিনি আরও বলেন, বর্তমানে অধিকাংশ জেলের জালেই পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।

জেলে আলেক চাঁন ও মোমিন হালদার বলেন, প্রতিদিনের মতো সহকার্মীদের নিয়ে শনিবার সন্ধ্যার পর তারা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। বড় সাইজের মাছ পেয়ে তারা খুব খুশি। ভালো দাম পাওয়ায় পরিবার নিয়ে তাদের আগামী কয়েকদিন ভালোই কাটবে।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাইলট জানান, নদীতে পানি বৃদ্ধি পাওয়াতে বড় বড় মাছ জেলের জালে ধরা পড়ছে। এতে করে জেলেদের পরিবারের সচ্ছলতা ফিরে আসছে। এই বড় মাছ খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে।

(একে/এসপি/মে ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test