E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

২০২৫ মে ০৫ ১৭:৪০:৩৮
ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সোমবার ১৫ কেজি গাঁজার চালানসহ ২ জনকে আটক করেছে। আটকের সময় ১৩টি প্যাকেট ভর্তি গাঁজা ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভৈরব থেকে একটি পিকাপভ্যানে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে আসছে। তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়াসহ ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান করি। বেলা ১২টার দিকে পিকআপভ্যানটি ঈশ্বরগঞ্জ গোল চত্বরে দাঁড় করানো হয়। এসময় চালক ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে গাড়ি তল্লাশি করে ১৩টি প্যাকেটে থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজার বহনকারী আটকৃতরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের মোখলেস মিয়ার পুত্র মামুন মিয়া (২৫) ও লেদু মিয়ার পুত্র সাব্বির হোসেন (২৩)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, আকটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

(এন/এসপি/মে ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test