E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে মহাবিপন্ন বাটাগুর বাসকা কচ্ছপের ৬৫ বাচ্চার জন্ম

২০২৫ মে ০৫ ১৮:৩৫:৫১
সুন্দরবনে মহাবিপন্ন বাটাগুর বাসকা কচ্ছপের ৬৫ বাচ্চার জন্ম

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ইউনেস্কোর (আইইউসিএন) মহাবিপন্ন তালিকাভূক্ত তিনটি বাটাগুর বাসকা কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা।

আজ সোমবার সকালে জন্ম নেয়া বাটাগুর বাসকা কচ্ছপের এসব বাচ্চাগুলোকে এখন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কচ্ছপ লালন-পালন সেন্টারের সংরক্ষণ প্যানে রাখা হয়েছে। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, গত ১৫ই ফেব্রুয়ারী এই প্রজনন কেন্দ্রে থাকা মহাবিপন্ন তালিকাভূক্ত তিনটি বাটাগুর বাসকা কচ্ছপ ৮২টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্জার পর কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ডবীচে রাখা সেই বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের ডিম থেকে সোমবার সকালে ফুটে বের হয় ৬৫টি বাচ্চা। এসব বাটাগুর বাসকা কচ্ছপের বাচ্চাগুলো লালন-পালন সেন্টারের সংরক্ষণ প্যানে রেখে লালন-পালনের পর একটু বড় হলে কেন্দ্রর সংরক্ষিত পুকুরে ছাড়ে দেয়া হবে।

সুন্দরবন বিভাগ ইউনেস্কোর (আইইউসিএন) সহয়তা নিয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ২০১৪ সালে মহাবিপন্ন তালিকাভূক্ত বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ টিকিয়ে রাখতে প্রজনন কার্যক্রম শুরু করে। করমজলে শুরুতেই চারটি পুরুষ ও চারটি স্ত্রী প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপ দিয়ে প্রজনন কার্যক্রম শুরু হবার পর থেকে এ পর্যন্ত বাটাগুর বাসকা কচ্ছপগুলো ৫২১টি ডিম পাড়েছে। এসব ডিম থেকে থেকে এপর্যন্ত বাটাগুর বাসকার ৪৭৫টি বাচ্চা ফুটেছে। বর্তমানে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ছোট-বড় ৪৫৮টি বাটাগুর বাসকা কচ্ছপ রয়েছে। আর বংশ বিস্তারে বিভিন্ন সময়ে এই প্রজনন কেন্দ্র থেকে ১৭ টিসহ বিভিন্ন স্থান থেকে পাওয়া শতাধিক বাটাগুর বাসকা কচ্ছপ বঙ্গোপসাগর ও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

(এস/এসপি/মে ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test