E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে নকল সিগারেট বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

২০২৫ মে ০৭ ১৫:০৮:৫৮
ফরিদপুরে নকল সিগারেট বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলায় নকল সিগারেট, মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে রাহিম বিশ্বাস নামে স্থানীয় এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার থেকে নগদ পাঁচশত টাকা জরিমানা আদায় করেছেন আদালত।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ব্যবসায়ী রাহিম বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে এ বায় প্রদান করেন।

এ সময় ঘটনাস্থলে গোয়েন্দা সংস্থা'র একাধিক সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ মে) রাতে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সাহেব আলী বিশ্বাসের ছেলে রাহিম বিশ্বাসের দোকানে অভিযান চালিয়ে অবৈধ নকল সিগারেট, মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী মজুদের প্রমাণ পায় প্রশাসন। এসময় নকল সিগারেট জব্দ করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ওই দোষী ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড ও নগদ পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া, ঘটনাস্থলেই জব্দকৃত নকল সিগারেট জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জনগণকে সচেতন করতে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক প্রচার প্রচারণা চালানো হয়। তাছাড়া, খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। এ সময় ঘটনাস্থলে অনেক উৎসুক জনতা, স্থানীয় বেশ কিছু ব্যবসায়ী এবং কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/মে ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test