E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রেনে স্বর্ণের চেন ছিনতাই ঘটনায় রেলওয়ে থানায় মামলা

২০২৫ মে ০৭ ১৮:২৮:০০
ট্রেনে স্বর্ণের চেন ছিনতাই ঘটনায় রেলওয়ে থানায় মামলা

বিকাশ স্বর্নকার, সোনাতলা : আন্তঃনগর ট্রেনে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় আজ বুধবার মামলা হয়েছে।

বাদি ও থানার মামলা সূত্রে জানা গেছে, গত ৬ই মে মঙ্গলবার বগুড়ার সোনাতলা রেলওয়ে ষ্টেশন হতে বিকেল সাড়ে তিনটায় মা-মেয়ে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি অনুমান সাড়ে চারটায় শান্তাহার রেল-ষ্টেশনে যাত্রা বিরতি দেয়। রেল-ষ্টেশন হতে বিরতি শেষে অদুরে ভাঙ্গা ব্রিজে দাঁড়ায় ট্রেনটি। পরে ট্রেনটি পূণরায় গতি বাড়িয়ে চলার সময়ে অজ্ঞাতনামা ২ জন ছিনতাইকারী আকস্মিক ভাবে মেয়ে বর্নার গলায় পরিহিত স্বর্ণের চেনটি কিছু বুঝে ওঠার আগেই ছিঁড়ে নিয়ে দ্রুত ট্রেনের মেইন দরজা দিয়ে মাটিতে লাফ দেয়। যদিও তাৎক্ষণিক যাত্রীরা ট্রেনের গতিরোধক ধরে টানতে টানতে কিছু দুরে গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। তবে ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে নিরাপদ স্থানে আত্নগোপন করে বলে মামলায় বাদি উল্লেখ করেন।

মামলার বাদী সাংবাদিক বিকাশ স্বর্ণকার বলেন, ছিনতাই হওয়া চেনটির আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।

এ বিষয়ে পাকশীর অধীনে শান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, গত ৬ই মে মঙ্গলবার রাতে চেন ছিনতাই ঘটনা জানতে পারি এবং এ সংক্রান্ত থানায় মামলা নিয়েছি। তবে স্বর্ণের চেনটি উদ্ধারে পুলিশি অভিযান চলমান আছে।

(বিএস/এসপি/মে ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test