E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে প্রতিবেশীকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেফতার

২০২৫ মে ০৭ ১৯:০২:৪২
ঈশ্বরগঞ্জে প্রতিবেশীকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেফতার

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল ওয়াদুদ দুলাল (৫০) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে। আজ বুধবার দুপুরে হামলাকারী আব্দুল হান্নান (৪৫) ও তার ছেলে রায়হান (২৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুল ওয়াদুদ দুলালের বাড়ির সামনে পুকুর পাড়ের টিনের বেড়া খুলে নিয়ে যাচ্ছিল হান্নান ও তার ছেলে রায়হান। এতে দুলাল বাঁধা দিলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনির পর ঘাড়ে দা দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। এসময় দুলালের আত্মচিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় আজিবুর রহমান, ইয়াহিয়া, হুমায়ূন ও মামুন মিয়াসহ গ্রামের বাসিন্দরা বলেন, আব্দুল হান্নান খুবই মামলাবাজ লোক। সে কমপক্ষে শতাধিক মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে আসছে। এমনকি বিভিন্ন মসজিদের ভুয়া কুপন ছাপিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা উত্তোলন করে থাকে। কিছুদিন পূর্বে প্রতারণা করতে গিয়ে ময়মনসিংহ শহরে গণধোলাইয়ের শিকার হয় হান্নান। স্থানীয়রা আরও জানায়, এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

এ বিষয়ে ভোক্তভোগী আব্দুল ওয়াদুদ দুলাল বলেন, 'হান্নান ও তার ছেলের পেশা হলো মানুষকে হয়রানি, অত্যাচার-নির্যাতন এবং গায়ের জোরে জমি দখল করা। আমাকে সে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করেছে। শেষ পর্যন্ত আমাকে প্রাণে মারতে দা দিয়ে কুপিয়ে জখম করেছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে আমি বেঁচে গেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এবিষয়ে অভিযোগ পাওয়ার পর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। হান্নান ও তার ছেলে রায়হানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

(এন/এসপি/মে ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test