E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আহত ১

২০২৫ মে ০৮ ০০:৪৬:১০
যশোরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আহত ১

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ নেতা জামাল উদ্দিনের ধানের গোলাঘর পরিস্কার করতে যেয়ে গোলাঘরে থাকা ককটেল বিস্ফোরণে শাহানারা বেগম (৫০) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে পৌরসভার মধ্যকুল এলাকার ওই যুবলীগ নেতার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত নারী শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেশবপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে মধ্যকুল এলাকার আব্দুল গণি শেখের ছেলে পৌর যুবলীগ নেতা ও ১৫ মামলার আসামি জামাল উদ্দিনের (৩৪) বাড়ির ধানের গোলাঘর পরিষ্কার করার সময় লাল কসটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান নারী শ্রমিক শাহানারা বেগম। এ সময় তিনি ওই বস্তুটি (ককটেল) বাইরে ফেলে দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত নারী শ্রমিক শাহানারা বেগম মধ্যকুল এলাকার শামসুর রহমানের স্ত্রী।

এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যুবলীগ নেতা জামাল উদ্দিন একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিল। তার ওই বাহিনীর নাম দেওয়া হয়েছিল ‘জামাল বাহিনী’। তিনি এলাকায় ‘জামাল বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। বর্তমানে তিনি এলাকায় নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, চিকিৎসাধীন শাহানারা বেগমের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী জামালের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জামালের বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধের ১৫টি মামলা রয়েছে।

(এসএমএ/এএস/মে ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test