E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'আমারে নাড়ায়েন না বিপদ বাড়বেনে'

২০২৫ মে ০৮ ০০:৫৭:৩৬
'আমারে নাড়ায়েন না বিপদ বাড়বেনে'

যশোর প্রতিনিধি : যশোরের নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনি দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। বুধবার (৭ মে) দুপুরে ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে জনি হুমকি দিয়ে বলেন, ‘এতদিন তো বহু পাগল নিয়ে খেলেছেন, এবার বাঘ নিয়ে খেলতেছেন। আমারে নাড়ায়েন না বিপদ বাড়বেনে।’

কথার এক পর্যায়ে ক্ষিপ্ত জনি আরও বলেন, ‘এই তুই যে এসব উল্টা পাল্টা লিখতেছিস, তুই তো এই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, তোর উদ্দেশ্য কি ? টাকা লাগবে। আমার ব্যাকগ্রাউন্ড জানেন, আমার দাদার কত কোটি টাকার সম্পদ আছে ?

শুধু তাই নয়, জনি যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলাকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তিনি হুমকি দিয়ে বলেন, ‘আজকে যে নিউজ লিখেছেন আমার জাহাজে কোথা থেকে ইয়াবা আসে, এর উত্তর দেয়ার জন্য আপনি আর আপনার বাবা আবার রেডি থেকেন।’

কথোপকথনের এক পর্যায়ে দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন যখন জনিকে প্রশ্ন করেন, ‘তুমি কি আমাকে হুমকি দিচ্ছো’, তখন জনি ঔদ্ধত্যের সাথে বলেন, ‘সেইটা সামনা-সামনি হলে বুঝেন আমি কি করতে পারি। আমি হচ্ছি বাঘ। আমি কারও সামনে দাঁড়ালে আর কথা বলা লাগে না।’

এ বিষয়ে দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন জানান, বুধবার দুপুরে আসাদুজ্জামান জনি ম্যাসেঞ্জারে কল করে অকথ্য ভাষায় কথা বলতে থাকে। এক পর্যায়ে সে তার বাবা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং তাকে (ভারপ্রাপ্ত সম্পাদক) দেখে নেওয়ার হুমকি দেয়। (যার রেকর্ড সংরক্ষিত রয়েছে)। গত কয়েকদিন ধরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দৈনিক কল্যাণে জনির নানা অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জের ধরেই এই হুমকি দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। তিনি এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন।

উল্লেখ্য, আসাদুজ্জামান জনির বিরুদ্ধে নওয়াপাড়ায় সন্ত্রাসী বাহিনী লালন, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও চোরাচালানের অভিযোগের পরিপ্রেক্ষিতে দৈনিক কল্যাণে ধারাবাহিক সংবাদ প্রকাশ করা হচ্ছে। এর জের ধরে জনি ও তার পোষ্য সন্ত্রাসী বাহিনীর সদস্যরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনবরত হুমকি ধামকি দিয়ে আসছে। সে বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আর এবার জনি নিজেই ফেসবুক ম্যাসেঞ্জারে ফোন করে হুমকি দিলেন।

(এসএমএ/এএস/মে ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test