E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মামার দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ভাগনেসহ দুই মোটরসাইকেল আরোহীর

২০২৫ মে ০৮ ১৬:০৬:৫১
মামার দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ভাগনেসহ দুই মোটরসাইকেল আরোহীর

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে যশোর-চুকনগর সড়কের আলতাপোল তালতলা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারীর বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জোহন সিংহের মামা সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে মারা যান। বুধবার বিকেলে জোহন ও তার প্রতিবেশী সুভাষ মোটরসাইকেল যোগে মামার দাফন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান। দাফন শেষে রাতে তারা একই মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে কেশবপুরের আলতাপোল তালতলা নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং জোহন ও সুভাষ রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহত দুজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত জোহন সিংহ ও সুভাষ সরকারের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। খ্রিস্টান সম্প্রদায়সহ পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।

কেশবপুর ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী জানান, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় দুটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

(এসএমএ/এএস/মে ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test