E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

২০২৫ মে ০৮ ১৭:৪৬:৩৯
ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ‌সকাল সাড়ে দশটার দিকে ‌ফরিদপুর জেলা পরিষদের দ্বিতীয় তলায় উক্ত আলোচনা সভায় ‌ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আক্তার মুকুল, বিশেষ অতিথি ছিলেন এস সাজ্জাদ আহমেদ শাওন, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিট, অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌সৈয়দ ইব্রাহিম আলী সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা জিয়া মঞ্চ।

অনুষ্ঠানে বক্তারা ‌নবনির্বাচিত এ কমিটির আগামী দিনের কার্যক্রম তুলে ধরে ‌আলোচনা করেন। তারা বলেন, কোন সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব না। আর তাই যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন ঘোষণা দিতে ‌সরকারের নিকট দাবি জানান। ‌ ‌

এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। তারা বলেন গত ৫ আগস্ট এর পর ‌দেশের মানুষ কথা বলতে পারছেন। তাদের ‌মত প্রকাশ করতে পারছে। অথচ বিগত বছরগুলোতে ‌জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। স্বাধীন মতামত প্রকাশ করতে পারিনি। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।

একই সাথে তারেক রহমান প্রবর্তিত ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে একসাথে কাজ করা আহ্বান জানান, অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‌মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ‌সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

(ডিসি/এসপি/মে ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test