E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পুলিশ কেস রেজিস্ট্রারের ইনজুরি প্রতিবেদন ঘষামাজা

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে দুদকের ২ মামলা 

২০২৫ মে ০৮ ১৯:৪০:৫০
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে দুদকের ২ মামলা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসারের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার মামলা ২টি দায়ের করেন দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আল আমিন হোসেন।

ওই হাসপাতালের সাবেক আরএমও ডা.ফারুক আহমেদ টাকার বিনিময়ে পুলিশ কেস রেজিস্ট্রারের ইনজুরি প্রতিবেদন ঘষামাজা করে তথ্য বিকৃত করতেন। পরে সার্টিফিকেট দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে সহযোগিতা করতেন। মমলা ২টিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে দুদক।
প্রথম মামলার বিবরণে জানাগেছে, বিগত ২০২৩ সালের ১৪ জুন সদর উপজেলার গোবরা গ্রামের মোঃ আমিনুর চৌধূরী (৪০) শরীরে জখম নিয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নেন। ওই দিন জরুরী বিভাগের চিকৎসক ডা. সাইফুল ইসলাম জখমের সার্বিক বিবরণ পুলিশ কেস রেজিস্ট্রারে অন্তভূক্ত করেন। পরে আমিনুর চৌধূরীর ভাই মামলার ২নং আসামি স্বাধীন চৌধূরী হাসপাতালের আরএমও ডা. ফারুক আহমেদকে প্রভাবিত করেন। আরএমও ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে পুলিশ কেস রেজিস্ট্রার ঘষামাজা করেন। সরবরাহ করেন তথ্য বিকৃত করে মিথ্যা ও জালিয়াতিপূর্ন প্রতিবেদন। সেখানে সাধারণ আঘাতকে গুরুতর আঘাত মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখানে আরএমও মিথ্যা ধারায় মামলা করার সুযোগ করে দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার বিবরণে বলা হয়েছে।

দ্বিতীয় মামলার বিবরণে জানা গেছে, গত ২০২৩ সালের ২৬ এপ্রিল তানিয়া সুলতানা নামে এক নারী গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকৎসক ডা. আশিকুজ্জামানের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। ওই নারী ওই বছরের ১৯ জুলাই অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বাদী আরএমও ডা. ফারুক আহমেদকে ম্যনেজ করেন। আরএমও পুলিশ কেস রেজিস্টার ঘষামাজা, নতুন লেখা সংযোজন ও অন্য রোগীর এক্সরে আইডি ব্যবহার করে মিথ্যা ইনজুরি প্রতিবেদন সরবরাহ করেন। এভাবে ওই কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে শাশ্তিযোগ্য অপরাধ সংগঠিত করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আল আমিন হোসেন বলেন, চলতি বছরের শুরুতেই আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে দুদকের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় হাসপাতালটির সাবেক আরএমও ডা. ফারুক আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরর নির্দেশ দেয়। প্রধান কার্যালয়ের নির্দেশে মামলা ২টি আজ বৃহস্পতিবার দায়ের করা হয়েছে বলে দুদকের ওই কর্মকর্তা জানান।

(টিবি/এসপি/মে ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test