E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ওজন কম, ৬৫ বকনা বাছুর বিতরণ না করে ফেরত

২০২৫ মে ০৯ ১৫:২৫:৪৫
ওজন কম, ৬৫ বকনা বাছুর বিতরণ না করে ফেরত

গোপালগঞ্জ প্রতিনিধি : দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকার  গোপালগঞ্জ জেলায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ  ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। দেশীয় মাছের প্রজনন মৌসুমে মৎস্যজীবিদের মাছ ধরা থেকে  বিরত রাখার কথা বলা হয়েছে ওই প্রকল্পে। এটি বাস্তবায়নে এ প্রকল্প থেকে মৎস্যজীবিদের বকনা বাছুর পালনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। তাই মৎস্যজীবিদের মাঝে ৮০ কেজি  ওজনের বকনা বাছুর বিতরণের নীতিমালা গ্রহন করা হয় এ প্রকল্পে।

বৃহস্পতিবার (৮ মে) কোটালীপাড়া উপজেলার ১২০ মৎস্যজীবীর মাঝে ১২০টি বকনা বাছুর বিতরণের আয়োজন করা হয়। ৬৫টি বকনা বাছুরের ওজন ৮০ কেজির কম ছিল। তাই ওই ৬৫ বকনা বাছুর বিতরণ না করে সরবরাহকারী প্রতিষ্ঠানকে ফেরৎ দিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা।

এ তথ্য জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক এস এম শাহজাহান সিরাজ। ওই কর্মকর্তা বলেন, এ উপজেলার দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। জেলেদের এ মৌসুমে মাছ শিকার থেকে বিরত রাখা হয়েছে। তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ১২০ মৎস্যজীবীর মাঝে ৮০ কেজি ওজনের ১২০টি বকনা বাছুর বিতরণের কথা ছিল। কিন্তু ৬৫টি বকনা বাছুরের ওজন ৮০ কেজির কম ছিল ।

তাই সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট ডিজিটাল টেকনোলজীকে সেগুলো বিতরণ না করে ফেরত দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে এই প্রতিষ্ঠান নতুন করে ৬৫টি বকনা বাছুর সরবরাহ করবে। ওই বকনা বাছুর আসার পর মৎস্যজীবীদের মাঝে বিতরণ করা হবে। বাকী ৫৫টি বকনা বাছুরের ওজন ঠিক থাকায় তা বিতরণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা ।

বকনা বাছুর নিতে আসা কোটালীপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৎস্যজীবী আব্দুর রউফ হাওলাদার বলেন, উপজেলা মৎস্য অফিস থেকে আমাকে একটি বকনা বাছুর দেওয়ার কথা ছিল। কিন্তু বকনা বাছুরের ওজন ৮০ কেজির নিচে ছিল। তাই তারা আমাকে বকনা বাছুর দেয়নি। নতুন করে বকনা বাছুর আসার পর আমাকে দিবে বলে জানিয়েছে মৎস্য অফিস।

বকনা বাছুর সরবরাহকারী প্রতিস্ঠান স্মার্ট ডিজিটাল টেকনোলজীর প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, এই প্রতিষ্ঠান থেকে এ উপজেলার ১২০ মৎস্যজীবীর মাঝে বিতরণের জন্য ১২০টি বকনা বাছুর এনেছিলাম। ৬৫টি বকনা বাছুরের ওজন ৮০ কেজির নিচে ছিল । এগুলো প্রকল্প বাস্তবায়ন কমিটি গ্রহন করেনি। ফেরৎ দিয়েছে। ফেরৎ দেওয়া ওই ৬৫টি বকনা বাছুরের ওজন সামান্য কম ছিল। কয়েকদিনের মধ্যে ৮০ কেজি ওজন সম্বলিত ৬৫টি বকনা বাছুর আমরা সরবরাহ করব।

(এমএস/এএস/মে ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test