E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে সরকার’

২০২৫ মে ০৯ ১৮:৩০:৪০
‘বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে সরকার’

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন, বিশ্বের দু’টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবন-ষাটগুম্বুজ মসজিদকে কেন্দ্র করে বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব প্রতিষ্ঠায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য হযরত খানহাজান (রহ;) মাজার শরীফের গেট এলাকায় দেশি-বিদেশি পর্যটকদের জন্য ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’ নির্মাণ করা হয়েছে। 

আজ শুক্রবার বিকালে পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, আধুনিক এই মোটেলটি বাগেরহাট অঞ্চলের পর্যটন শিল্প বিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশের জিডিপিতে পর্যটন শিল্প বৃদ্ধিতেও অবদান রাখবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোটেলটির উদ্ধোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

উদ্ধোধনী অনুষ্ঠানে সচিব ড. ফরিদুল ইসলাম, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, খুলনা অঞ্চলের ট্যুরিষ্টপুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আলী হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বক্তব্য রাখেন।

বাগেরহাটে ৩২ শতাংশ জমির উপর ১৩ কোটি টাকা ব্যয়ে ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’ নামেরএই মোটেলটিতে বিভিন্ন ক্যাটাগরির এসি, নন এসি আবাসিক কক্ষ, শিক্শার্থীদের জন্য স্বপ্লমূল্যে ডরমেটরি, রেস্তোরা, বার-বি-কিউ,কনফারেন্স কক্ষ, দ্রুত গতির লিপ্ট, স্যুভেনিয়র শপসহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

(এস/এসপি/মে ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test