E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

২০২৫ মে ১০ ১৭:৩০:৫৬
অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ‘ওয়ান এক্স বেট’ ও ‘গ্লোরি ক্যাসিনো’ নামের দুইটি অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলতে গিয়ে সাগর হোসেন নামের এক যুবক নিঃস্ব হয়ে আর কখনো জুয়া খেলবেন না বলে ১০ কেজি দুধ দিয়ে গোসল করে ঘোষণা দিয়েছেন।

দুধ দিয়ে গোসল করার ১মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

শুক্রবার (০৯ মে) রাতে উপজেলার পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজারে এ ঘটনাটি ঘটেছে । ভূক্তভোগী সাগর হোসেন ওই এলাকার চাঁদ আলীর ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা সাগরের মাথায় দুধ ঢালছেন। এসময় সাগর বলতে থাকে, “আমি এক সময় বিলাসী জীবন যাপন করতাম, আমার নিজস্ব শোরুম ছিল, বাড়ি ছিল। মোবাইলে অনলাইন জুয়া খেলে আমি সর্বস্ব হারিয়েছি। আপনারা শিক্ষা নিন, কেউ জুয়া খেলবেন না।”

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর মোটরসাইকেলের শোরুম, নিজস্ব দামি মোটরসাইকেল ও আধাপাকা বাড়ি মাত্র এক বছরে অনলাইনে জুয়া খেলে হারিয়েছে। জুয়া খেলতে গিয়ে সব হারিয়ে সুদে টাকা নেন তিনি। সুদের টাকা দিতে সবকিছু বিক্রি করেও প্রায় সাড়ে তিন লাখ টাকা দেনায় পড়ে যান। হতাশায় তিনি আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা বুঝতে পেরে দুধ দিয়ে গোসল করান এবং এসব জুয়া না খেলতে তাকে তওবা পড়ান।

এসময় স্থায়ীরা আরও বলেন, এই অনলাইন জুয়ার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ভিডিওটি আমিও দেখেছি এই ব্যাপারে এখনো কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমজে/এসপি/মে ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test