E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বৈষম্যবিরোধী আন্দোলন করেও হুমকির শিকার যশোরের অরণ্য

২০২৫ মে ১০ ১৯:২৭:৪৩
বৈষম্যবিরোধী আন্দোলন করেও হুমকির শিকার যশোরের অরণ্য

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : ফেসবুকে আপত্তিকর মন্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকির অভিযোগে ফারহানা হোসেন অরণ্য (১৯) নামের এক তরুণী যশোর কোতয়ালী মডেল থানায়  লিখিত অভিযোগ করেছেন। তিনি লিংকন হোসাইন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন।

অভিযোগকারী ফারহানা হোসেন বর্তমানে যশোর সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং ওয়াপদা গ্যারেজ মোড় ছাত্রী মেসে বসবাস করেন। জুলাই আন্দোলনে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে ছিলেন তিনি।

লিখিত অভিযোগে অরণ্য উল্লেখ করেন, লিংকন হোসাইন যশোর পলিটেকনিক কলেজের ছাত্র এবং যার ফেসবুক আইডি 'Lingkon Hossain', তার ফেসবুক ফ্রেন্ডলিস্টের মাধ্যমে পরিচিত।

গতকাল শুক্রবার আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিটে লিংকন তার ফেসবুক কমেন্ট বক্সে অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য লেখেন।

এছাড়াও, তিনি ইনবক্সে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। পরবর্তীতে অডিও ক্লিপের মাধ্যমেও তাকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফারহানা আরও অভিযোগ করেন, লিংকন তার ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর কথা বার্তা, আপত্তিকর মেসেজ ও ছবি পোস্ট করে তাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করতে পারেরর বলে তিনি আশঙ্কা করছেন। পারিবারিক ভাবে আলোচনার পর তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত লিংকনের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফারহানা হোসেন অরণ্য বলেন, এমন বিব্রতকর পরিস্থিতিতে তিনি মর্মাহত। সমাজে নারীদের এমন অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। অনেকে সমাজ ও লোকলজ্বার ভয়ে প্রতিবাদ করে না। তিনি এই ঘটনায় প্রতিবাদ করে নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নে অপোষ না করার বার্তা দিয়েছেন।

যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, অভিযোগের বিষয় আমার এখনও পর্যন্ত অজানা। উনি আমাদের সাথে যোগাযোগ করুক। এমন কিছু ঘটলে আমাদের সাইবার টিম আছে অবশ্যই তারা কাজ করবে।

(এসএ/এসপি/মে ১০, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test