E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোংলা হাসপাতালকে ১০০ শয্যা করার দাবিতে মানববন্ধন সমাবেশ

২০২৫ মে ১০ ১৯:৩৮:৩৬
মোংলা হাসপাতালকে ১০০ শয্যা করার দাবিতে মানববন্ধন সমাবেশ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলার একমাত্র সরকারি হাসপাতাল উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবিতে আজ শনিবার সকালে পৌরসভা চত্বরে মোংলা উপজেলা সর্বস্তরের জনগনের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. শাহীন হোসেনের সভাপতিত্ব সমাবেশে অন্যান্যের বক্তৃত্য রাখেন, সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতে পৌর আমীর এম এ বারী, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা এমরান হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব আহসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মো. নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মো. সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান শুভ প্রমূখ।

বক্তারা বলেন, মোংলা একটি বন্দর নগরী। পাশাপাশি মোংলা হচ্ছে শিল্প নগরী, পর্যটন নগরী এবং উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিতে থাকা অভিবাসনবান্ধব প্রথম শ্রেণীর পৌরসভা। মোংলা উপজেলা হাসপাতালে রামপাল, দাকোপ, মোড়েলগঞ্জ, শরণখোলাসহ নানান জায়গা থেকে মানুষ চিকৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটি ৫০ শয্যার হওয়াতে বর্ধিত রোগীর চাপ সামাল দিতে পারছেনা। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হোক। মানববন্ধন শেষে হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি পালন করা হয়।

(এস/এসপি/মে ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test