E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে আম গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

২০২৫ মে ১১ ১৮:২৬:১৫
চাটমোহরে আম গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে গাছ থেকে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মথুরাপুর ইউনিয়ন পরিষদের দুই নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দিনমজুরের নাম ইসরাইল হোসেন (৩৮)। তিনি ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামের মৃত মকবুল প্রামাণিকের ছেলে।

প্রায় ২০ বছর আগে বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের মেঝো মেয়েকে বিয়ের পর থেকে তিনি সেখানে পরিবারসহ বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রোববার সকালে বাড়ির পাশে গাছে উঠে আম পারছিলেন ইসরাইল। একপর্যায়ে তিনি গাছের মগডালে উঠে পড়েন। গাছের ডাল চিকন থাকায় সেখান থেকে ভেঙে নিচে পড়ে যান তিনি। এ সময় হাত ও পা ভেঙে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল দশটার দিকে মারা যান ইসরাইল।

ঘটনার পর এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পল্লী চিকিৎসক মজনুর রহমান বলেন, ছেলেটা খুবই ভালো ছিল। কারো সাথে কোন উচ্চবাচ্য করতো না। খুবই হতদরিদ্র, দিনমজুরি করে সংসার চালাতো৷ দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রেখে সে চলে গেল। এখন এই পরিবারটির কি হবে, কে দেখবে তাদের। সমাজের বিত্তবানদের এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

(এসএইচ/এসপি/মে ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test