E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে পালিত হলো না ‘মা দিবস’

২০২৫ মে ১১ ১৮:৩২:০৯
বোয়ালমারীতে পালিত হলো না ‘মা দিবস’

বিশেষ প্রতিনিধি : ১১ মে রবিবার, আন্তর্জাতিক মা দিবস। দিবসটি বিশ্বব্যাপী মাকে স্মরণ করে  স্কুল, কলেজ, অফিস আদালত এবং মিডিয়া জুড়ে চলে নানা ভাষায়, শ্রদ্ধায় মাকে স্মরণ। কিন্তু ফরিদপুরের বোয়ালমারীতে চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী মা দিবস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন! বিকেলে যোগাযোগ করা হলে তিনি মিডিয়াকে জানান, "আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা পাইনি, তাই মা দিবস পালন করিনি।"

তদন্তে বেরিয়ে আসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে দিবসটি উদযাপন সংক্রান্ত নির্দেশনা আগেই জারি হয়েছে। বিষয়টি জানাজানি হতেই সুশীল সমাজ, সচেতন নাগরিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের ঝড়—“মা দিবস পালন না করাটা কি অবহেলা, নাকি দায়িত্বে শৈথিল্য?”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবাদকর্মী জানান, "শাহানা কাকলী এমনিতেই অফিসিয়াল দায়িত্ব পালনে শৈথিল্য প্রদর্শন করেন। সঠিক সময়ে খুব কমই অফিসে হাজির হন তিনি। সরকারি ছুটির ক্যালেণ্ডারে লাল চিহ্ন প্রদর্শিত হলেতো কথাই নেই।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, "আমাদের কাছেও নির্দেশনা আসেনি। পেলে অবশ্যই পালন করতাম।"

মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে মা দিবস পালিত হয়, যা প্রায় ১০০টির বেশি দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে উদযাপিত হয়ে থাকে। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসটি কি বোয়ালমারীতে স্বেচ্ছায় নাকি অনিচ্ছাকৃত পালিত হয়নি? তা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

(কেএফ/এসপি/মে ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test