E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশাল নার্সিং শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি

২০২৫ মে ১১ ১৮:৫৭:৪০
বরিশাল নার্সিং শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করায় বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার কলেজের হলরুমে তারা সংবাদ সম্মেলন করে আজ সোমবারের মধ্যে শিক্ষার্থীদের দাবি মানা না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর অংশ হিসেবে বরিশাল নার্সিং কলেজেও আন্দোলন চলছিল। গত ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাঁধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে, পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়াও তারা হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি করেন। তাদের (শিক্ষক) বিচারের আওতায় আনা না হলে শিক্ষার্থীরা আমরণ অনশনে যাবেন।

সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এছাড়া রবিবার রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলেও শিক্ষার্থীরা উল্লেখ করেন। পাশাপাশি আজ ১২মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথা জানানো হয়েছে।

(টিবি/এসপি/মে ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test