E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, জনজীবন অতিষ্ঠ

২০২৫ মে ১১ ১৯:০৩:৩৮
দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, জনজীবন অতিষ্ঠ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : টানা তিনদিনের দাবদাহে পুড়ছে দক্ষিণাঞ্চল। আরো একদিন পরে এক-দুই ডিগ্রি কমলেও উষ্ণ অনুভূতি কাছাকাছি থাকবে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।

গত কয়েকদিনের তাপমাত্রার পর্যালোচনা করে এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছেন আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম। আর এই মৃদু তাপপ্রবাহের কারণেই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এরমধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পরেছেন খেটে খাওয়া দিনমজুররা।

রবিবার (১১ মে) দুপুরে উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম বলেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা উঠলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। গত কয়েকদিনের পর্যালোচনা করে তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৮ মে) বরিশালের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার কিছুটা বেড়ে দাড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার সর্বশেষ বিকেল তিনটার তথ্য বলছে আজকেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার এর মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, বিকেল পর্যন্ত তাপমাত্রা পর্যালোচনা করে তা অফিসিয়ালভাবে কাউন্ট করা হবে। অর্থাৎ এই অঞ্চলের ওপর দিয়ে গত কয়েকদিন থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মাজহারুল ইসলাম বলেন, উড্ডয়মান বেলুন সেন্সরের পাঠানো সংকেত বিশ্লেষণে ধারণা করা হচ্ছে আগামীকালও (১২ মে) এই তাপমাত্রা বিরাজ করবে। তারপরেরিদিন থেকে দুই এক ডিগ্রি কমলেও উষ্ণতা প্রায় কাছাকাছি অনুভূত হবে। মৃদু তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হওয়ার পাশাপাশি চরম অস্বস্তিতে পরেছেন সকল শ্রেণি ও পেশার মানুষ। এরমধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পরেছেন নিন্ম আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।

(টিবি/এসপি/মে ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test