E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উজিরপুর পৌরসভার সাবেক মেয়রের দুর্নীতি অনুসন্ধানে দুদক

২০২৫ মে ১১ ১৯:০৬:১০
উজিরপুর পৌরসভার সাবেক মেয়রের দুর্নীতি অনুসন্ধানে দুদক

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : প্রকল্পের অর্থ আত্মসাত, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেলার উজিরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে অতিসম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংস্থাটির বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দেওয়া হয়েছে বলে শনিবার (১০ মে) দিবাগত রাতে সংস্থাটির একজন কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে সাবেক পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

দুদকে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, উজিরপুর পৌরসভার সাবেক মেয়র গিয়াস উদ্দিন বেপারীর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

যারমধ্যে রয়েছে, ভুয়া বিল ভাউচার তৈরি করে পৌরসভায় সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত, পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীকে চাকরি দেওয়াসহ অন্যান্য দুর্নীতির অভিযোগ।

অপরদিকে অভিযোগে গিয়াস উদ্দিন ও তার পরিবারের নামে ঢাকার মোহাম্মদপুর এবং উত্তরায় বিলাসবহুল ফ্ল্যাট, গাড়ি, উজিরপুর বন্দর পোস্ট অফিসের সামনে সরকারি জমিতে বাড়ি নির্মাণ, উজিরপুর উপজেলার সাতলা বিল ও সন্ধ্যা নদীর চরসহ বিভিন্ন মৌজায় ১০ একর জমি থাকার কথা উল্লেখ রয়েছে। এছাড়া অর্থ পাচারের মাধ্যমে ভারতেও বাড়ি ক্রয় করেছেন বলেও অভিযোগ রয়েছে।

(টিবি/এসপি/মে ১১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test