E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাঙ্গামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

২০২৫ মে ১২ ১৮:২২:২৬
রাঙ্গামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। রবিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় রাঙ্গামাটি শহরের তবলছড়ি মিনিষ্টারিয়াল ক্লাব থেকে রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পর্যন্ত বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।

বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রাটি উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ্ চৌধুরী এস ইউপি, পিএসসি, আনসার ও ভিডিপি রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন বিপিএম, রাঙ্গামাটি রিজিয়নের জিটুআই মেজর মো. আসফিকুর রহমান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙ্গামাটি জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণাপাল থেরো, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সামশুল আলম, শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অরুপ মুৎসুদ্দী, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আহবায়ক কমিটির আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের জিনপদ বড়ুয়া, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস্যরা, রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা, বৌদ্ধ ধর্মীয় কির্তনীয়া দল এবং রাঙামাটিতে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর ৩ শতাধিক নারী-পুরুষ,শিশু-কিশোরা জাতীয় পতাকা, বৌদ্ধ ধর্মীয় পাতাকা হাতে নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন।

রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সকাল ৯টায় অনুষ্ঠানের ২য় পর্বে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ্ চৌধুরী এসইউপি, পিএসসি, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন পুলিশ সুপার, আনসার ও ভিডিপি রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন বিপিএম।

স্বাগত বক্তব্য রাখেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক তপন কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সামশুল আলম, সিপিবি রাঙ্গামাটি জেলা কমিটির সংগঠক সৈকত রঞ্জন চৌধুরী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষে বক্তব্য রাখেন, জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আহবায়ক কমিটির আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টিান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, জেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পূণ্যার্থীরা উপস্থিত ছিলন।

(আরএম/এসপি/মে ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test