E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমি দখলের প্রতিবাদ করায় পিতার জেলবাস

বিএনপি নেতা শাহীনের বিচার চাইলেন পুত্র রাকিবুল

২০২৫ মে ১২ ১৮:৩৫:৩৯
বিএনপি নেতা শাহীনের বিচার চাইলেন পুত্র রাকিবুল

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : একদিকে জমি দখল, অন্যদিকে মিথ্যা মামলায় জেলে বন্দি নিরপরাধ বাবা- এমনই চরম দুর্দশার শিকার ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নের বাসিন্দা রাকিবুল হাসান রাজিব।

আজ সোমবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়ে ভূমিদস্যু চর ঈশ্বরদীয়া ইউনিয়ন বিএনপি নেতা ইয়াহিয়া হোসেন শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ হেলেনা বেগম, মোঃ আনোয়ার হোসেন।

রাকিবুল জানান, তার বাবা মোঃ হাবিবুর রহমান ২০০৭ সালে পরিবারিক প্রয়োজনে বিএনপির সাবেক নেতা শাহীনের কাছে ৩৮ শতাংশ জমি বিক্রি করেন। পরবর্তীতে ২০১৯-২০ সালে তাদের অনুপস্থিতিতে অতিরিক্ত ১০ শতাংশ জমি কৌশলে দখল করে সেখানে শাহীন তার ফিলিং স্টেশন স্থাপন করেন।
২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে শাহীন জমি লিখে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন শুরু করেন। তার বাবা রাজি না হওয়ায় ১২ নভেম্বর তার বিরুদ্ধে একটি মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এখনো তিনি সেখানেই বন্দি।

রাকিবুল আরও জানান, শাহীন এ বছর জানুয়ারিতে তাদের আরও ১৪ শতাংশ জমি এবং পাশের আনোয়ার হোসেনের ৬ শতাংশ জমি সশস্ত্র লোক দিয়ে দখল করেন। যদিও পরে স্থানীয়দের সহায়তায় জমি উদ্ধার করা হয়, এরপরই পাল্টা মামলা দিয়ে পুনরায় হয়রানি শুরু হয়। এমনকি পুলিশের পক্ষ থেকেও নিরপেক্ষ আচরণ না পাওয়ার অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাকিবুল ছয় দফা দাবি উত্থাপন করেন:

১. শাহীনকে অবিলম্বে গ্রেফতার।

২. মিথ্যা মামলায় কারাবন্দি তার বাবার মুক্তি।

৩. সকল মিথ্যা মামলা প্রত্যাহার।

৪. নিরপেক্ষ পুলিশি তদন্ত।

৫. দখলকৃত জমি পুনরুদ্ধারে সরকারিভাবে ব্যবস্থা।

৬. ভূমিদস্যুর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন এই অনিয়মের চিত্র তুলে ধরে নির্যাতিত পরিবারটির পাশে দাঁড়ান এবং জনমত তৈরি করার মাধ্যমে আইনগত সহযোগিতা পেতে সহায়তা করে।

(এনআরকে/এসপি/মে ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test