E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন

২০২৫ মে ১২ ১৯:১৯:০৬
মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : মেগা প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম এবং কলাপাড়া পরিবেশ, জনসুরক্ষা মঞ্চ।

সোমবার (১২ মে) বেলা ১১ টার দিকে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সহযোগিতা করে স্থানীয় সংগঠন প্রান্তজন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী বলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী, ধানখালী, লালুয়া, বালিয়াতলী ও চম্পাপুর ইউনিয়নে পায়রা বন্দরের মতো একাধিক মেগা প্রকল্পের জন্য প্রায় ৯ হাজার ৯২৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে কয়েক হাজার পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছে। সরকারি তথ্যমতে, ৪ হাজার ২০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ হাজার ৪২৩টি পরিবার পুনর্বাসনের আওতায় আসলেও বাস্তবে অসংখ্য পরিবার এখনো ঘর পায়নি বা পুনর্বাসনের বাহিরে রয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়েছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের জন্য উচ্ছেদ হওয়া ১৭৫টি পরিবার দুই বছরেও পুনর্বাসনের ঘর পায়নি। অন্যদিকে টিয়াখালী ইউনিয়নের বেড়িবাঁধে বসবাসকারী ১৩৬টি ভূমিহীন পরিবারকে শুধুমাত্র এক টুকরো খাস জমি বরাদ্দ দেওয়া হলেও সেখানে নেই বিদ্যুৎ, পানি, ড্রেনজ কিংবা চলাচলের রাস্তা। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দ্রুত ব্যবস্থা, জলাশয় পুনরুদ্ধার এবং উন্নয়ন প্রকল্প গ্রহণের পূর্বে পরিবেশগত প্রভাব সমীক্ষার দাবি করা হয়। জনস্বার্থের নামে বৃহৎ জনগোষ্ঠীকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া উন্নয়ন নয়, বরং বৈষম্যের নতুন রূপ দাবি করে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্য অধ্যাপক টুনু কর্মকার, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, আখতারুল কবীর, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ফোরকান হাওলাদার, রবিউল মোল্লা, প্রান্তজনের ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ। সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলার ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/মে ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test