E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুর জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

২০২৫ মে ১৩ ১৮:৩৮:০৬
মাদারীপুর জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে সিভিল সার্জণ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ঔষধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন, গজ-ব্যান্ডেজ-তুলা, কেমিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র ক্রয়ের ৬টি প্যাকেজের দরপত্র আহবান করে স্বাস্থ্য বিভাগ। সেখানে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা চাওয়া হয়। ঢাকার তোপখানা রোড এলাকার আবু ইউসুফের মালিকানাধীন ‘এমপেক্স ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়ার জন্য মন্ত্রণালয়ে কাগজ পাঠায় জেলার স্বাস্থ্য বিভাগ। এই দরপত্রের ৫টি প্যাকেজের কাজই অভিজ্ঞতাহীন ও বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাখিলকারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়ার ব্যাপারে অভিযোগ উঠে। এতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পেলে দুদক অভিযান চালায়। অভিযান চলাকালে স্বাস্থ্য বিভাগ থেকে বেশকিছু নথি যাছাইবাছাই করেন দুদকের কর্মকর্তারা। তদন্ত করে রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানোর পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

দুদক কার্যালয়ের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, মাদারীপুর জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্র আহবান ও ঢাকার তোপখানা রোড এলাকার আবু ইউসুফের মালিকানাধীন ‘এমপেক্স ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়ার সুপারিশ নিয়ে দুদকের জরুরি সেবা ১০৬-এ কল করে অভিযোগ দেন এক গ্রাহক। এরইপেক্ষিতে তদন্তে নামে দুদক। এ ব্যাপারে অনিয়ম পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/মে ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test