E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন 

২০২৫ মে ১৩ ১৯:৩৭:০১
ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন 

দিলীপ চন্দ, ফরিদপুর : নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ, জলকেলী ও‌ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনের ‌প্রভু জগবন্ধু সুন্দরের ১৫৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়েছে। 

শেষ দিনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় শহরের শ্রী অঙ্গন থেকে ‌ একটা নগর কীর্তন ‌ শহরের ব্রাহ্মণ কান্দা আঙ্গিনা প্রদক্ষিণ করে।

এরপর ‌আলিপুর বান্ধব পল্লীর সামনের রাস্তায় পৌঁছলে ‌ ধর্মীয় অনুষ্ঠান ও পূজার্চনা অনুষ্ঠিত হয়। ‌এরপর শ্রী অঙ্গনে ‌ ধর্মীয় অনুষ্ঠান বিশেষ প্রার্থনা, জলকেলী কুঞ্জভঙ্গ ও মহোৎসবের মধ্যে দিয়ে ‌নয় দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ করা যেতে পারে গত ৫ মে থেকে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৫ তম আবির্ভাব উৎসব উপলক্ষে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে শুধুমাত্র ফরিদপুর সহ আশেপাশের ‌ জেলাগুলো হতে ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া পার্শ্ববর্তী দেশেরও ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন।

ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমৎ ভগবত গীতা পাঠ, শুভ অধিবাস ও কীর্তন, মহানাম সংকীর্তন, তারক বন্ধু হরিনাম সংকীর্তন, মহানাম মহা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, অষ্টকালীন লীলা কীর্তন বন্ধু সুন্দরের ফুলদোল, কুঞ্জ ভঙ্গ নগর কীর্তন জলকেলি ও মহোৎসব।

(ডিসি/এসপি/মে ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test