E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় ইয়াসিন হত্যা মামলায় আসামিকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‌্যাব

২০২৫ মে ১৩ ১৯:৫৫:০৪
ভাঙ্গায় ইয়াসিন হত্যা মামলায় আসামিকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‌্যাব

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ইয়াসিন হত্যা মামলার অন্যতম আসামি ইসমাইল (১৮)কে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার সকালের দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

র‌্যাব জানায়, গত ৫ মে রাত অনুমান ১১ টার দিকে দুর্বৃত্তদের হামলায় হত্যার শিকার ইয়াসিন খালাসি (১৬) এর বাবা মো. জাহাঙ্গীর খালাসি (৫০) এর সাথে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ববর্তী মামলার জের ধরে আসামি মো. ইসমাইল বেপারী (১৮) ভিকটিমের মোবাইলে কল দিয়ে তাদের বাড়ির দক্ষিণ পাশে ধান ক্ষেতে নিয়ে যায়। আসামি ইসমাইলসহ সঙ্গীয় অপরাপর আসামীদের সহযোগীতায় ভিকটিমকে পূর্ব শত্রতার জের ধরে পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা এলোপাথাড়ী কুপিয়ে ও পিটিয়ে তার পেটের ভুড়ি বের করে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এসময় ইয়াসিনের ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ইয়াসিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করে। পরবর্তীতে পরবর্তীতে ইয়াসিনকে উল্লেখিত হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

উক্ত ঘটনায় হত্যার শিকার ইয়াসিন খালাসির বাবা মো: জাহাঙ্গীর খালাসি (৫০) বাদী হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাব-১০ এর ওই বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এর ধারাবাহিকতায় সোমবার (১২ মে) সন্ধ্যা আনুমান ৬ টা ৫০ এর দিকে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৫ এর সহযোগীতায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. ইসমাইল বেপারি (১৮) গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি ইসমাইল বেপারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মিয়াপাড়া গ্রাম এলাকার মোহাম্মদ আবুল বেপারি এর পুত্র বলে জানা গেছে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামি মো. ইসমাইল বেপারি (১৮)কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে এ বিষয়ে জানান, 'র‌্যাবের হাতে গ্রেফতারকৃত ইয়াসিন হত্যা মামলায় আসামি মো. ইসমাইল বেপারি (১৮) বর্তমানে ভাঙ্গা থানা হেফাজতে রয়েছে।' যথাযত আইনি প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল (বুধবার) আদালতের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি আশরাফ।

(আরআর/এসপি/মে ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test