E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিএনজির ধাক্কায় প্রাণ গেল মসজিদ ঈমামের

২০২৫ মে ১৪ ১৯:৪৭:১০
সিএনজির ধাক্কায় প্রাণ গেল মসজিদ ঈমামের

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে মসজিদ থেকে নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় আজিম উদ্দিন মোল্লা (৫৫) নামের এক মসজিদ ঈমাম নিহত হয়েছেন। 

আজ বুধবার দুপুরের দিকে পৌর শহরের মধ্যশালিখা (মসজিদ মোড়) এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বৃ-গুয়াখড়া গ্রামের মৃত হারান মোল্লার ছেলে। তিনি পৌর সদরের মধ্যশালিখা মহল্লায় বসবাস করতেন।

জানা গেছে, বুধবার দুপুর দুইটার দিকে পাশর্^বর্তী সাড়োরা গ্রামে একটি মসজিদে মুসুল্লিদের নামাজ পড়িয়ে বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের মধ্যশালিখা (মসজিদ মোড়) তিন রাস্তার মোড়ে আসতেই দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আজিম উদ্দিন মোল্লা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে আহত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেবার পথে আটঘরিয়া মারা যান ঈমাম আজিম উদ্দিন। এদিকে দূর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে সিএনজি নিয়ে পালিয়ে যায় চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এসএইচ/এসপি/মে ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test