E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আকাশকে মারধরের পর থানায় সোপর্দ

২০২৫ মে ১৫ ১৩:৪৬:০৩
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আকাশকে মারধরের পর থানায় সোপর্দ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আকাশ (৩০)কে মারধরের পর থানায় কোতয়ালি থানায় সোপর্দ করেছে কিছু জনতা।

বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৬টার দিকে এমন ঘটনা ঘটে। আটককৃত আকাশ ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের অনুসারি বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের একাধিক নেতা।


আকাশকে থানায় হস্তান্তরের ঘটনার পরপরই ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু তার ব্যক্তিগত ফেসবুকে একটি স্টাটাস দিয়ে জানান, 'নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী আকাশকে মাত্র জনতা ধরিয়ে দিয়েছে।আমিও ছিলাম দর্শক সারিতে।' অনু তার ওই স্টাটাসে বাংলাদেশ কৃষকদল এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলকে মেনশন করে আরও উল্লেখ করেন, 'ভাইকে আহত করার ২ জনের মাঝে আকাশ ১ জন।'

এরপরই কথিত ছাত্রলীগ কর্মী আকাশকে মারধরের পর থানায় সোপর্দ করার একটি ভিডিও এবং সেই সাথে ২০২২ সালে ফরিদপুর শহরে কেন্দ্রীয় কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুলের ওপর হামলার একটি ভিডিও পাশাপাশি শেয়ার করতে দেখা যায় ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও ফরিদপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদায় সংগঠনটির জেলা দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করা এনামুল করিম রেজাকে। এরপর মুহুর্তেই ভিডিও দুটি ফরিদপুরের বিভিন্ন স্তরের ছাত্রদল, কৃষকদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের অনেক কর্মীকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা যায়।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান 'দৈনিক বাংলা ৭১'কে জানান, 'জনতা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আকাশকে ধরে গণপিটুনি দিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অতীতে কেন্দ্রীয় কৃষকদল নেতার ওপর হামলার অভিযোগ তুলেছেন তারা। এছাড়া আকাশের নামে আর কি কি মামলা রয়েছে সবকিছু খতিয়ে দেখে যথাযথ আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

উল্লেখ করা যেতে পারে, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর (রবিবার) ফরিদপুর জেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বাবুলের মাথা ফেটে রক্তাক্ত হন। ওই দিনই এই হামলার নিন্দা জানায় ফরিদপুর জেলা বিএনপি সহ দলটির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ওই সময় হামলার ভিডিও দেখে তৎকালীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দুই জন কর্মীকে কেন্দ্রীয় কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুলের ওপর হামলাকারী হিসেবে চিহৃিত করে ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ, যার মধ্যে একজন এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথিত কর্মী আকাশ। তবে, আকাশ ফরিদপুরের তৎকালীন ছাত্রলীগের কোনো ইউনিটের প্রাথমিক সদস্যও ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

(আরআর/এএস/মে ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test