E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান, ৩২ চিকিৎসকের ১০ জনই অনুপস্থিত 

২০২৫ মে ১৫ ১৮:৫৭:১৩
রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান, ৩২ চিকিৎসকের ১০ জনই অনুপস্থিত 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর হাসপাতালের নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিব দুপুরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসারের নেতৃত্বে দুদকের একটি টিম হাসপাতালে এই অভিযান পরিচালনা করে।

এসময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি চার্ট অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সপ্তাহে এক দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও ঈদের দিন ছাড়া না দেওয়া ও রোস্টার অনুযায়ী ৩২ জন ডাক্তার থাকার কথা থাকলে ১০ জনই অনুপস্থিত পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে অবগত করবেন বলে জানান ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।

তিনি আরও বলেন, আজকের খাবারের চার্ট অনুযায়ী প্রতিজন রোগীর যে পরিমাণ খাবার পাওয়ার কথা, সে পরিমাণ খাবার সরবরাহ করা হচ্ছে না। মোট ২২ কেজি ২০০ গ্রাম মাংস দেওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া গেছে ১৫ কেজি ২০০ গ্রাম।যেখানে ৭ কেজিই কম পাওয়া গেছে।

(একে/এসপি/মে ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test