E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভুয়া সার্টিফিকেটে বাগিয়ে নিয়েছেন সভাপতির পদ

২০২৫ মে ১৫ ১৯:৫৮:১৩
ভুয়া সার্টিফিকেটে বাগিয়ে নিয়েছেন সভাপতির পদ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অন্যের সার্টিফিকেটে নিজের নাম বসিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের।

আজ বৃহস্পতিবার দুপুরে নাম প্রকাশ না করার শর্তে পদ বঞ্চিত সভাপতি প্রার্থী ও স্থানীয় একাধিক শিক্ষানুরাগীরা অভিযোগ করে বলেন, গত ৭ মে বরিশাল শিক্ষাবোর্ড থেকে স্থানীয় মেহেদী হাসান সুমন নামের একজনকে মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করে কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সভাপতি পদের জন্য ডিগ্রি পাশ বাধ্যতামূলক থাকলেও যাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে তিনি অন্যের সার্টিফিকেটে কম্পিউটারের মাধ্যমে নিজের নাম বসিয়ে জালজাঁলিয়াতি করে ডিগ্রি পাশের সনদ দাখিল করেছেন।

অভিযোগ করে তারা আরও বলেন, সভাপতি পদের জন্য পাঁচজন প্রার্থী আবেদন করেছিলেন। তবে রহস্যজনক কারনে বিদ্যালয়ের প্রধানশিক্ষক একই পরিবারের মেহেদী হাসান সুমন, তার ভাতিজা তুহিন হাওলাদার ও বোন শিরিন শারমিনের নাম প্রস্তাব করেছেন। অপর দুই প্রার্থীকে ডাকা হয়নি। সনদ জঁালিয়াতির ঘটনায় সভাপতি নির্বাচিত হওয়া সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা প্রশাসনের প্রতি জোর দাবি করেন।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক রঞ্জন অধিকারী বলেন, উপজেলা বিএনপির কয়েকজন নেতা ফোন করে আমাকে যেভাবে কমিটি দাখিল করতে বলেছেন আমি সেইভাবে কাজ করতে বাধ্য হয়েছি। এখানে আমি নিরুপায়। সনদ ভূয়া কিনা তা আমি চেক করিনি।

মোল্লাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান সুমন বলেন, আমার সনদ সঠিক রয়েছে। আমি কোন জাল জাঁলিয়াতি করিনি। তবে তার দাখিলকৃত সার্টিফিকেটের রোল এবং রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইনে সার্চ দিলে অন্য একটি নাম পাওয়া যায়।

এ ব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. রফিকুল ইসলাম খান হেলাল বলেন, ভুয়া সনদ ব্যবহার করে সভাপতি হওয়ার কোন সুযোগ নাই। এবিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, বিষয়টি জানার পর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে তার মুল সার্টিফিকেট নিয়ে আসতে বলা হয়েছে। সার্টিফিকেট সঠিক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/মে ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test